নিউজ ডেস্ক || রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী প্রয়াত শচীন্দ্রলাল সিংহের ২৫তম মহাপ্রয়াণ দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটি। রাজধানীর প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত শ্রদ্ধার্ঘ্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা-সহ দলের শীর্ষ নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা।
শচীন্দ্রলাল সিংহ ১৯৬৩ থেকে ১৯৭১ সাল পর্যন্ত ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। রাজ্যটি পূর্ণ রাজ্যের মর্যাদা লাভের পর তিনিই ছিলেন প্রথম মুখ্যমন্ত্রী। জনপ্রিয়ভাবে ‘সচিন দা’ নামে পরিচিত এই নেতা ত্রিপুরার রাজনৈতিক ইতিহাসে এক অমলিন স্থান দখল করে আছেন।
অনুষ্ঠানে নেতা-কর্মীরা প্রয়াত মুখ্যমন্ত্রীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে সচিন দা ওরফে শচীন্দ্রলাল সিংহের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি আজীবন স্বার্থহীনভাবে জনগণের জন্য কাজ করে গেছেন। আজকের দিনেও তাঁর আদর্শ ও কর্ম প্রাসঙ্গিক।”
আগামী দিনে রাজ্য রাজনীতিতে কংগ্রেসের পুনরুত্থানের লক্ষ্যে এই ধরনের শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন দলের নেতৃবৃন্দ। শচীন্দ্রলাল সিংহের উন্নয়নমুখী ও জনকেন্দ্রিক শাসনের আদর্শকে সামনে রেখে তৃণমূল স্তরে কর্মীদের উজ্জীবিত করার পরিকল্পনা রয়েছে প্রদেশ কংগ্রেসের।


