নিউজ ডেস্ক || ভারতীয় সেনা, নৌবাহিনী এবং বিমানবাহিনীর মধ্যে আরও কার্যকর সমন্বয় ও দক্ষ কমান্ড ব্যবস্থা গড়ে তুলতে কেন্দ্র সরকার নতুন বিধি জারি করেছে। ইন্টার-সার্ভিসেস অর্গানাইজেশন্স (কমান্ড, কন্ট্রোল ও ডিসিপ্লিন) আইন, ২০২৩-এর অধীনে প্রণীত এই বিধিগুলি গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশিত হয়েছে এবং ২৭ মে, ২০২৫ থেকে কার্যকর হবে।
প্রতিরক্ষা মন্ত্রকের এক বিবৃতিতে বলা হয়েছে, এই বিধিগুলি সশস্ত্র বাহিনীর মধ্যে সমন্বয় ও কমান্ড দক্ষতা বৃদ্ধি করবে। এর ফলে ইন্টার-সার্ভিসেস অর্গানাইজেশন (ISO)-এর কার্যকারিতা, কমান্ড ও কন্ট্রোল ব্যবস্থা আরও শক্তিশালী হবে। এই পদক্ষেপ তিন বাহিনীর মধ্যে সমন্বয়কে আরও দৃঢ় করার লক্ষ্যে গৃহীত হয়েছে।
উল্লেখ্য, এই আইনটি ২০২৩ সালের বর্ষাকালীন সংসদ অধিবেশনে উভয় কক্ষে পাস হয় এবং ১৫ আগস্ট, ২০২৩-এ রাষ্ট্রপতির সম্মতি লাভ করে। গত ৮ মে, ২০২৪-এ প্রকাশিত গেজেট বিজ্ঞপ্তি অনুযায়ী, আইনটি ১০ মে, ২০২৪ থেকে কার্যকর হয়েছে। নতুন বিধিগুলির বাস্তবায়নের মাধ্যমে সশস্ত্র বাহিনীর অভ্যন্তরীণ সংগঠনগুলির পরিচালনা ও শৃঙ্খলা রক্ষায় আরও গতিশীলতা ও দক্ষতা আনবে বলে প্রতিরক্ষা মন্ত্রক আশাবাদী।
এই পদক্ষেপ ভারতীয় সশস্ত্র বাহিনীর আধুনিকীকরণ ও সমন্বিত শক্তি বৃদ্ধির দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।