নিজস্ব প্রতিনিধি || কবিরাজ টিলা ও আশপাশের এলাকার বাসিন্দারা সোমবার প্রবল প্রতিবাদ জানিয়েছেন, যখন ত্রিপুরা ন্যাচারাল গ্যাস কোম্পানি লিমিটেড (TNGCL)-এর দক্ষিণ জোন ও অ্যান্ড এম ও কাস্টমার কেয়ার ইউনিট অফিসটি কবিরাজ টিলা, স্পোর্টস স্কুল রোড থেকে কৃষ্ণনগরে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়।
বিক্ষোভকারীরা কয়েক ঘণ্টার জন্য অফিস কর্মীদের ভেতরে আটকে রাখেন এবং দাবি জানান যে, এই অফিসটি বর্তমান অবস্থানে রাখতে হবে। প্রতিবাদকারীরা বলেন, গত ৬-৭ বছর ধরে এই অফিস এলাকার প্রায় ২০,০০০–২৫,০০০ গ্রাহককে পরিষেবা প্রদান করে আসছে। হঠাৎ করে অফিস স্থানান্তরের সিদ্ধান্ত তাঁদের জন্য চরম অসুবিধার কারণ হবে।
অন্যদিকে, TNGCL-এর কর্মীরা জানান যে, তারা শুধুমাত্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পালন করছেন এবং গ্রাহকদের বিল প্রদান সংক্রান্ত পরিষেবা আগের মতোই বর্তমান ঠিকানায় অব্যাহত থাকবে। তবে, স্থানীয় বাসিন্দারা তাদের দাবিতে অনড় থেকে স্পষ্ট জানিয়ে দেন যে, অফিস স্থানান্তর কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
এই ঘটনার জেরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রশাসনের হস্তক্ষেপ ছাড়া এই পরিস্থিতির সমাধান হবে কি না, তা নিয়ে সংশয় রয়ে গেছে।