নিউজ ডেস্ক || শহরের সিটি সেন্টার এলাকায় দশমীর রাতে ভয়াবহ হামলার শিকার হলেন আমতলির বাসিন্দা নারায়ণ ঘোষ। স্ত্রী ও সন্তানকে নিয়ে দুর্গাপূজার উৎসব দেখতে এসে অজ্ঞাতপরিচয় এক যুবকের হাতে নৃশংসভাবে মারধরের শিকার হন তিনি। এই ঘটনায় গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে নারায়ণ ঘোষ তার পরিবারের সঙ্গে শহরে পূজা দেখতে আসেন। সিটি সেন্টার এলাকায় পৌঁছালে এক যুবক নারায়ণের স্ত্রীকে কটূক্তি করে। এর প্রতিবাদ করায় অভিযুক্ত যুবক নারায়ণের উপর চড়াও হয়ে তাঁকে বেধড়ক মারধর করে। গুরুতর আহত ও রক্তাক্ত অবস্থায় তাঁকে প্রথমে আইজিএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসকরা তাঁকে জিবি হাসপাতালে রেফার করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত যুবককে হেফাজতে নিয়েছে।
নারায়ণ ঘোষের স্ত্রী জানিয়েছেন, অভিযুক্ত যুবক তাঁদের অপরিচিত ছিল। হঠাৎ কটূক্তির পর তাঁর স্বামী প্রতিবাদ করায় ওই যুবক তাঁকে রক্তাক্ত করে। এদিকে, শুক্রবার সকালে থানায় গিয়ে নারায়ণের স্ত্রী দেখেন, আরেক অভিযুক্ত, যিনি মারপিটের ঘটনায় জড়িত ছিলেন বলে অভিযোগ, থানার বাইরে ঘোরাঘুরি করছেন। এই দৃশ্য দেখে তিনি উত্তেজিত হয়ে অজ্ঞান হয়ে পড়েন এবং তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
এই ঘটনাকে কেন্দ্র করে নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে থানায় প্রতিবাদ জানিয়েছে প্রদেশ মহিলা কংগ্রেস। তাঁদের নেত্রীরা বলেন, “রাজ্য সরকার দাবি করলেও, বাস্তবে উৎসবের দিনেও নারীরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারছেন না। নারী নিরাপত্তা বলতে কিছুই নেই।” তাঁরা ঘটনার সঠিক তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
দশমীর উৎসবের মধ্যে শহরের বুকে এমন নৃশংস ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। বাসিন্দারা অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।


