নিউজ ডেস্ক || হরিয়ানার হিসারে সোমবার একটি অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জোর দিয়ে বলেছেন, গত ১০ বছরে নরেন্দ্র মোদী সরকার ২৫ কোটি মানুষকে দারিদ্র্যসীমার বাইরে এনেছে। মহারাজা অগ্রসেন মেডিকেল কলেজে তাঁর বিশাল মূর্তির উন্মোচন ও নবনির্মিত আইসিইউ-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরও জানান, ২০ কোটি মানুষের আশ্রয়ের জন্য ৪ কোটি ঘর তৈরি করা হয়েছে এবং ৮১ কোটি মানুষ প্রতি মাসে ৫ কেজি বিনামূল্যে রেশন পাচ্ছেন।
তিনি উল্লেখ করেন, ২০১৪ সাল পর্যন্ত ১২ কোটি পরিবারের শৌচাগারের সুবিধা ছিল না। কিন্তু এখন হরিয়ানা দেশের প্রথম রাজ্য হিসেবে প্রতিটি বাড়িতে শৌচাগার সরবরাহ করেছে, যার জন্য তিনি রাজ্য সরকারকে অভিনন্দন জানান। অমিত শাহ বলেন, “মোদী সরকার একটি সামগ্রিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে দেশের স্বাস্থ্য ক্ষেত্রে আমূল পরিবর্তন এনেছে।”
স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নের কথা তুলে ধরে তিনি জানান, জনস্বাস্থ্য কেন্দ্র ও কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রে ৬৪,০০০ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। গত ১০ বছরে ৭০০টিরও বেশি ইন্টিগ্রেটেড পাবলিক হেলথ ল্যাব, ৪,৩৮২টি ব্লক পাবলিক হেলথ ইউনিট এবং ৬০২টি ক্রিটিক্যাল কেয়ার বক্স স্থাপন করা হয়েছে। দেশে এখন ২৩টি এইমস হাসপাতাল রয়েছে। মেডিকেল শিক্ষার্থীদের জন্য আসন সংখ্যা ৫১,০০০ থেকে বৃদ্ধি করে ১,১৫,০০০ করা হয়েছে এবং আগামী পাঁচ বছরে আরও ৮৫,০০০ আসন যুক্ত হবে।
অমিত শাহের এই বক্তব্যে মোদী সরকারের উন্নয়নমূলক কাজের প্রতিফলন ঘটেছে, যা দেশের দারিদ্র্যমুক্তি থেকে স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতির একটি সুস্পষ্ট চিত্র তুলে ধরে।