নিউজ ডেস্ক || দিল্লির প্রথমবারের বিধায়ক রেখা গুপ্তা মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দিল্লির রামলীলা ময়দানে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে উপ-রাজ্যপাল বিনয় কুমার সাক্সেনা তাকে শপথবাক্য পাঠ করান। বিজেপির হয়ে তিনিই প্রথমবারের মতো দিল্লির মুখ্যমন্ত্রী পদে আসীন হলেন।
এছাড়া, নতুন মন্ত্রিসভায় ৬ জন বিজেপি বিধায়ক শপথ নিয়েছেন। তারা হলেন— পরভেশ সাহিব সিং, আশিষ সুদ, মনজিন্দর সিং সিরসা, রবীন্দর ইন্দ্ররাজ সিং, কপিল মিশ্র ও পঙ্কজ কুমার সিং।
শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি জে পি নাড্ডা, বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা।
সূত্রের খবর, দিল্লি বিধানসভার স্পিকার হিসেবে বিজেন্দর গুপ্তার নাম উঠে এসেছে, আর ডেপুটি স্পিকার হতে পারেন মোহন সিং বিষ্ট।
দিল্লির ৭০ আসনের বিধানসভা নির্বাচনে বিজেপি ৪৮টি আসনে জয়লাভ করে ক্ষমতায় ফিরেছে, যা ২৭ বছর পর তাদের বড় সাফল্য। অন্যদিকে, আম আদমি পার্টি (আপ) ২২টি আসনে সীমাবদ্ধ থেকেছে। উল্লেখযোগ্যভাবে, আপ নেতা ও সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল নিজ আসন নয়াদিল্লিতে বিজেপি প্রার্থী প্রবেশ বর্মার কাছে পরাজিত হয়েছেন।
নতুন সরকারের দায়িত্ব গ্রহণের মাধ্যমে দিল্লির রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা হলো।