দিল্লির উন্নয়নের নতুন অধ্যায়: সুরক্ষা, পরিকাঠামো ও পরিবেশ রক্ষায় ঐতিহাসিক পদক্ষেপ
নিউজ ডেস্ক || মঙ্গলবার দিল্লি বিধানসভায় বাজেট পেশ করে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা মহিলাদের সুরক্ষার জন্য ৫০ হাজারেরও বেশি ক্যামেরা স্থাপনের ঘোষণা দেন। সড়ক ও সেতুর পরিকাঠামো উন্নয়নে ৩৮৪৩ কোটি টাকা এবং বস্তি ও জেজে কলোনিগুলিতে মৌলিক সুযোগ-সুবিধা প্রদানের জন্য ৬৯৬ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
মুখ্যমন্ত্রী জানান, দিল্লির প্রতিটি নাগরিককে বিশুদ্ধ জল ও সঠিক স্যানিটেশন সরবরাহ করা সরকারের অগ্রাধিকার। এই খাতে ৯,০০০ কোটি টাকার ঐতিহাসিক বাজেট বরাদ্দ করা হয়েছে। যমুনা নদী পরিষ্কার রাখতে ৫০০ কোটি টাকা বরাদ্দ করে ৪০টি বিকেন্দ্রীভূত পয়ঃনিষ্কাশন কেন্দ্র তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে।
এছাড়া, দিল্লির ব্যবসায়ীদের জন্য একটি ব্যবসায়ী কল্যাণ বোর্ড প্রতিষ্ঠার ঘোষণা দেন মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য দিল্লিকে একটি উন্নত মেগাসিটিতে রূপান্তরিত করা।”