নিউজ ডেস্ক || ত্রিপুরার সামগ্রিক উন্নয়ন ও অগ্রগতির লক্ষ্যে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা দিল্লিতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ও কেন্দ্রীয় রেল, ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে সাক্ষাৎ করেন। আলোচনায় শিক্ষাব্যবস্থা, পরিকাঠামো উন্নয়ন ও তথ্যপ্রযুক্তি খাতে অগ্রগতির মতো গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে।
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী বিদ্যা জ্যোতি স্কুলের উন্নয়ন, মহিলা কলেজকে মহিলা বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা এবং ত্রিপুরা ইন্সটিটিউট অফ টেকনোলজিকে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরিণত করার প্রস্তাব দেন। মুখ্যমন্ত্রী জানান, এই প্রকল্পগুলি শিক্ষাক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে এবং শিক্ষার্থীদের জন্য উন্নত সুযোগ সৃষ্টি করবে।
অন্যদিকে, রেলভবনে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী ত্রিপুরার রেল পরিকাঠামোর বিকাশ নিয়ে আলোচনা করেন। তিনি আগরতলা-গুয়াহাটি সংযোগকারী বন্দে ভারত এক্সপ্রেস, ধর্মনগর-সবরুম লোকাল ট্রেন, এবং বুধজুংনগর-জিরানিয়া (শিল্প এলাকা) ও ধর্মনগর-কৈলাশহরের মধ্যে নতুন রেলপথ চালুর অনুরোধ জানান। কৃষকদের স্বার্থে আগরতলা-গুয়াহাটি সংযোগকারী “কিষান ট্রেন” চালুর প্রস্তাবও দেন তিনি।
এছাড়াও, মুখ্যমন্ত্রী তথ্যপ্রযুক্তি সংক্রান্ত বিষয়েও আলোচনা করেন এবং রাজ্যের ডিজিটাল পরিকাঠামোর উন্নয়নে গুরুত্ব দেন। মুখ্যমন্ত্রীর এই দিল্লি সফর রাজ্যের শিক্ষা, রেল পরিকাঠামো ও প্রযুক্তি খাতে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।