আগামী ২০ অক্টোবর থেকে ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে তিনদিনব্যাপী দীপাবলি মেলার আয়োজন হচ্ছে। প্রতিবছরের মতো এবারও মেলাকে কেন্দ্র করে মাতাবাড়ি চত্বরে লক্ষাধিক দর্শনার্থীর ঢল আসবে বলে প্রত্যাশা করা হচ্ছে। এই বিশাল ভিড়ের নিরাপত্তা ও সুবিধা সকলের জন্য ইতিমধ্যেই প্রশাসনিক স্তরে সব ধরনের ব্যবস্থা চূড়ান্ত হয়েছে।
আজ মেলা প্রাঙ্গণের যাবতীয় প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে গোমতী জেলা পুলিশ সুপার ডঃ কিরণ কুমার মন্দির চত্বর পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের জানান, “২০, ২১ ও ২২ অক্টোবর তিনদিনব্যাপী মাতা ত্রিপুরাসুন্দরী মন্দিরে দীপাবলি মেলার আয়োজন করা হয়েছে। সব ধরনের প্রশাসনিক প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে।”
পুলিশ সুপার জানান, মেলার নিরাপত্তা সুনিশ্চিত করতে আড়াই হাজারেরও বেশি নিরাপত্তা কর্মী নিয়োগ করা হয়েছে। এর মধ্যে রয়েছে রাজ্য পুলিশের পাশাপাশি টিএসআর ও সিআরপিএফ জওয়ানরা। এছাড়া নিরাপত্তা জোরদার করতে ৩৭টি সিসিটিভি ক্যামেরা, ২৮টি ড্রপ গেট, ৮টি পুলিশ সহায়তা কেন্দ্র এবং ১০টি ওয়াচ টাওয়ারের ব্যবস্থা করা হয়েছে।
দীপাবলি মেলা ও পূজাকে কেন্দ্র করে মাতাবাড়ি চত্বরের নিরাপত্তা ব্যাপকভাবে বৃদ্ধি করা হয়েছে। রাত্রিকালীন পেট্রোলিংয়েরও পূর্ণ ব্যবস্থা রয়েছে। আশপাশের এলাকায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে না দিতে পুলিশ সজাগ দৃষ্টিতে রয়েছে বলে পুলিশ সুপার নিশ্চিত করেন। ভক্তরা নির্ভয়ে মেলায় অংশগ্রহণ করতে পারবেন।


