নিউজ ডেস্ক || দীর্ঘ ১২ ঘণ্টার তুমুল বিতর্কের পর অবশেষে রাজ্যসভায় ভোটাভুটির মাধ্যমে পাশ হয়ে গেল ‘ওয়াকফ (সংশোধনী) বিল, ২০২৫’। বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত চলা অধিবেশনে বিলটির পক্ষে ভোট দিয়েছেন ১২৮ জন সদস্য, বিপক্ষে ভোট পড়েছে ৯৫টি। এখন শুধু রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর স্বাক্ষরের অপেক্ষায় রয়েছে এই বিলটি, যা আইনে পরিণত হলে বদলে যাবে ওয়াকফ সংক্রান্ত পুরনো আইন।
বৃহস্পতিবার রাত ২টো ১৯ মিনিটে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বিলটি পাশ করানোর প্রস্তাব পেশ করেন। প্রথমে ধ্বনিভোটের মাধ্যমে ফল ঘোষণার চেষ্টা হলেও বিরোধী শিবির তাতে সন্তুষ্ট না হওয়ায় বিভাজনের (ডিভিশন) দাবি জানায়। এরপর রাত ২টো ৩৪ মিনিটে ভোটাভুটির ফল প্রকাশিত হয়। ফলাফলে দেখা যায়, বিলের সমর্থনে ১২৮টি ভোট পড়েছে, আর বিপক্ষে ৯৫টি।
লোকসভার পর রাজ্যসভাতেও এই বিল পাশ হওয়ায় এটি এখন আইনে রূপান্তরের পথে অনেকটাই এগিয়ে গেল। তবে, বিরোধীদের একাংশ এই সংশোধনী নিয়ে তীব্র আপত্তি জানিয়ে আসছে। রাষ্ট্রপতির অনুমোদনের পর এই বিল কার্যকর হলে ওয়াকফ সম্পত্তি সংক্রান্ত নিয়ম-কানুনে বড় ধরনের পরিবর্তন আসবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।