নিউজ ডেস্ক || ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁর দুই দেশ সফরের প্রথম পর্যায়ে পর্তুগালের রাজধানী লিসবনে পৌঁছেছেন। এই সফরে তিনি পর্তুগালের শীর্ষ নেতৃত্বের সঙ্গে সাক্ষাত ও দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে আলোচনায় অংশ নেবেন। রাষ্ট্রপতি মুর্মু পর্তুগালের রাষ্ট্রপতি মার্সেলো রেবেলো ডি সুসার সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠক করবেন। এছাড়াও তিনি পর্তুগালের প্রধানমন্ত্রী লুইস মন্টিনিগ্রো এবং জাতীয় পরিষদের সভাপতি জোসে পেদ্রো আগুয়ার-ব্র্যাঙ্কোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
পর্তুগাল সফর শেষে রাষ্ট্রপতি মুর্মু আগামী ৯ থেকে ১০ এপ্রিল স্লোভাকিয়ায় সফর করবেন। সেখানে তিনি স্লোভাকিয়ার রাষ্ট্রপতি পিটার পেলেগ্রিনি এবং প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় অংশ নেবেন। এছাড়াও তিনি স্লোভাক প্রজাতন্ত্রের জাতীয় পরিষদের স্পিকার রিচার্ড রাসির সঙ্গে সাক্ষাত করবেন। উল্লেখযোগ্যভাবে, গত ২৯ বছরের মধ্যে এটিই প্রথমবার কোনও ভারতীয় রাষ্ট্রপতি স্লোভাকিয়া সফরে যাচ্ছেন।
এই সফরের মাধ্যমে ভারতের সঙ্গে পর্তুগাল ও স্লোভাকিয়ার কূটনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর হবে বলে আশা করা হচ্ছে।