বিশালগড় প্রতিনিধি || গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কলকলিয়া এলাকায় বৃহস্পতিবার রাতে ঘটে যাওয়া এক রক্তাক্ত সংঘর্ষ ঘিরে উত্তেজনার সৃষ্টি হয়েছে। অভিযোগ অনুযায়ী, স্থানীয় যুবক বিক্রম দাস কটূক্তি করেন প্রকৃতি দাসের স্ত্রীকে নিয়ে। এই ঘটনার প্রতিবাদ করতে গেলে বিক্রম দাস এবং বিপুল দাস মিলে প্রকৃতি দাসের ভাই পার্থ দাসের উপর ছুরি দিয়ে এলোপাতাড়ি আক্রমণ চালায়।
স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় পার্থ দাসকে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায়। আহতের পরিবারের পক্ষ থেকে বিশালগড় থানায় অভিযোগ দায়ের করা হয়।
এদিকে, শুক্রবার গভীর রাতে ভাটিলারমা গ্রাম পঞ্চায়েতের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার পার্থ দাস এবং ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার সুজিত বিশ্বাস সমর্থকদের নিয়ে বিক্রম দাসের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ। বিক্রম দাসের মা-বাবা সহ পরিবারের সদস্যদের উপর আক্রমণ এবং বাড়িঘরে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে। প্রাণে বাঁচতে বিক্রম দাসের পরিবার থানায় আশ্রয় নেয়।
বিক্রম দাসের পরিবারের অভিযোগ, তাদের সিপিআইএম সমর্থক বলে ভুল আখ্যা দিয়ে বিজেপি সমর্থক হওয়া সত্ত্বেও আক্রমণ চালানো হয়েছে। অন্যদিকে, সংঘর্ষের পর বিক্রম দাস, বিপুল দাস এবং পরিবারের অন্যান্য সদস্যরা বাড়ি ছেড়ে পালিয়ে যান।
ঘটনাস্থলে বিশালগড় থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকার পরিস্থিতি এখনও উত্তপ্ত। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।