নিউজ ডেস্ক || শুক্রবার সকালে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে প্রয়াত হয়েছেন বর্ষীয়ান অভিনেতা মনোজ কুমার। ৮৭ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুসংবাদে বলিউডের পাশাপাশি রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, “কিংবদন্তি অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা শ্রী মনোজ কুমার জির মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তিনি ছিলেন ভারতীয় চলচ্চিত্রের একজন আইকন, যিনি তাঁর দেশপ্রেমের জন্য বিশেষভাবে স্মরণীয়। তাঁর কাজে রাষ্ট্রীয় গৌরবের চেতনা ফুটে উঠত, যা প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করবে।” প্রধানমন্ত্রী তাঁর পরিবার ও অনুরাগীদের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, “এই শোকের মুহূর্তে আমার সমবেদনা তাঁদের সঙ্গে। ওম শান্তি।”
মনোজ কুমারের চলচ্চিত্রে দেশপ্রেম ও সমাজের প্রতি তাঁর গভীর দায়বদ্ধতা সবসময়ই দর্শকদের মন ছুঁয়েছে। তাঁর প্রয়াণে একটি যুগের অবসান ঘটল বলে মনে করছে চলচ্চিত্র জগৎ।