নিউজ ডেস্ক || আগামী বুধবার, ৯ জুলাই, দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে দশটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন। এই ধর্মঘটে অংশ নেবেন ২৫ কোটিরও বেশি কর্মী, যাদের মধ্যে রয়েছেন ব্যাঙ্কিং, বিমা, ডাক, এবং অবকাঠামোর মতো গুরুত্বপূর্ণ সরকারি পরিষেবা খাতের কর্মীরা। সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী মঙ্গলবার জানিয়েছেন, এই ধর্মঘটের আহ্বান শহরের পাশাপাশি গ্রামীণ এলাকাতেও জোরদারভাবে পালিত হবে।
জিতেন্দ্র চৌধুরী বলেন, কেন্দ্রীয় সরকারের নীতির কারণে শিল্প ও কৃষি খাত ক্ষতিগ্রস্ত হয়েছে, যা এই ধর্মঘটের মূল কারণ। তিনি সকলের কাছে এই ধর্মঘটে সহযোগিতার আহ্বান জানিয়েছেন।
অন্যদিকে, রাজ্য সরকার এই ধর্মঘটের বিরুদ্ধে নির্দেশিকা জারি করেছে। ৯ জুলাই সকল সরকারি ও আধা-সরকারি প্রতিষ্ঠানের কর্মচারীদের যথাসময়ে কর্মস্থলে উপস্থিত থেকে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
এই ধর্মঘট কীভাবে দেশের বিভিন্ন খাতে প্রভাব ফেলবে, তা নিয়ে সকলের দৃষ্টি এখন ৯ জুলাইয়ের দিকে।