নিউজ ডেস্ক || চলচ্চিত্র নির্মাতা বিবেক অগ্নিহোত্রি জানিয়েছেন, তাঁর আসন্ন চলচ্চিত্র ‘দ্য বেঙ্গল ফাইলস’-এর প্রযোজকরা পশ্চিমবঙ্গ সরকার এবং পুলিশের বিরুদ্ধে আইনি পদক্ষেপের কথা বিবেচনা করছেন। অভিযোগ, রাজ্য সরকার এবং পুলিশ থিয়েটার মালিকদের উপর চাপ সৃষ্টি করছে যাতে এই ছবি পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে প্রদর্শিত না হয়।
এই চলচ্চিত্রটি ১৯৪৬ সালের আগস্টে কলকাতায় সংঘটিত সাম্প্রদায়িক দাঙ্গা, যা ‘ডাইরেক্ট অ্যাকশন ডে’ নামে পরিচিত, তাকে কেন্দ্র করে নির্মিত। ইতিমধ্যেই ছবিটি বিতর্কের মুখে পড়েছে। রাজ্যের রাজধানীতে ছবির ট্রেলার উন্মোচন অনুষ্ঠানে বিঘ্ন ঘটানো হয়েছে, এবং অন্তত দুজন বাঙালি অভিনেতা এই প্রকল্প থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছেন।
বিবেক অগ্নিহোত্রি দাবি করেছেন, এই চলচ্চিত্রটি ঐতিহাসিক ঘটনাকে তুলে ধরার চেষ্টা করছে, কিন্তু রাজ্য সরকারের এই পদক্ষেপ সত্য প্রকাশে বাধা সৃষ্টি করছে। প্রযোজকরা এখন আইনি পথে এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে লড়াই করার পরিকল্পনা করছেন। এই ঘটনা নিয়ে সামাজিক মাধ্যমেও ব্যাপক আলোচনা শুরু হয়েছে।