নিউজ ডেস্ক || সোমবার বিকেলে বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ইট ভাটা ওয়ারেং বাড়ি জাতীয় সড়কে এক ভয়াবহ দুর্ঘটনায় সুমন দেববর্মা নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। দ্রুতগতিতে বাইক চালিয়ে আসার সময় তার বাইকটি টিআর ০৭এ ৪১১০ নম্বরের একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়ায়। নিয়ন্ত্রণ হারিয়ে বাইক ও অটো জাতীয় সড়কে উল্টে যায়।
সংঘর্ষের বিকট শব্দে এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে আসেন। খবর পেয়ে বিশ্রামগঞ্জ দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত সুমন দেববর্মাকে উদ্ধার করে বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। চিকিৎসকদের মতে, সুমনের একটি পা ভেঙে টুকরো হয়ে গেছে। প্রাথমিক চিকিৎসার পর তাকে উন্নত চিকিৎসার জন্য আগরতলার জিবিপি হাসপাতালে রেফার করা হয়।
ঘটনাস্থলে উপস্থিত নাগরিকরা উল্টে যাওয়া অটোরিকশাটিকে জাতীয় সড়কের পাশে সরিয়ে রাখেন এবং বিশ্রামগঞ্জ থানায় খবর দেন। মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে প্রচুর মানুষ জড়ো হন। স্থানীয়দের মতে, বেশ কয়েকদিন শান্ত থাকার পর বিশ্রামগঞ্জ থানা এলাকায় ফের যান দুর্ঘটনা শুরু হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।