নিউজ ডেস্ক || আগামীকাল অল ইন্ডিয়া স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ফেডারেশনের ডাকে দেশব্যাপী একদিনের সাধারণ ধর্মঘটের প্রেক্ষাপটে ত্রিপুরা রাজ্য প্রশাসন কড়া নির্দেশ জারি করেছে। রাজ্য সরকার ঘোষণা করেছে যে ধর্মঘটের দিন রাজ্যের সব সরকারি অফিস, উদ্যোগ এবং সংস্থা স্বাভাবিকভাবে কার্যকর থাকবে। সমস্ত সরকারি কর্মচারীদের নিয়মিত দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
এই ধর্মঘটের মূল দাবিগুলির মধ্যে রয়েছে চুক্তিভিত্তিক কর্মচারীদের নিয়মিতকরণ, চুক্তিভিত্তিক, আউটসোর্সড এবং দৈনিক মজুরির কর্মসংস্থান বন্ধ করা। ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি (এইচ.বি. রোড) রাজ্যের কর্মচারী ও শিক্ষকদের এই ধর্মঘটে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে। তবে, রাজ্য সরকার স্পষ্ট জানিয়েছে যে কোনও ব্যাঘাত মেনে নেওয়া হবে না।
প্রশাসনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সকল প্রধান সচিব, সচিব, বিশেষ সচিব এবং বিভাগীয় প্রধানদের এই নির্দেশ তাদের অধীনস্থ কর্মচারীদের কাছে পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। এছাড়া, ধর্মঘটের দিন সব অফিস, উদ্যোগ এবং সংস্থায় কর্মচারীদের উপস্থিতির তালিকা প্রশাসন (এআর) বিভাগে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
রাজ্য প্রশাসনের এই পদক্ষেপ ধর্মঘটের প্রভাব কমানোর লক্ষ্যে গৃহীত বলে মনে করা হচ্ছে। তবে, আগামীকাল পরিস্থিতি কীভাবে গড়ায়, সেদিকে নজর রাখছে সকলে।