নিউজ ডেস্ক || মহাষষ্ঠীর সকালে উৎসবমুখর পরিবেশে ধর্মনগরে দুটি ঐতিহ্যবাহী দুর্গাপূজার উদ্বোধন করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা। আগরতলা থেকে ট্রেনে করে ধর্মনগরে পৌঁছে তিনি প্রথমে শহরের টাউন কালী বাড়ি প্রাঙ্গণে উপস্থিত হন এবং সেখানে ১৩৬তম টাউন কালী বাড়ির দুর্গাপূজার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরপর তিনি হাফলং গর্জনটিলা রামকৃষ্ণ সেবা সমিতির পূজা মণ্ডপে যান এবং সেখানেও দুর্গাপূজার শুভ উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, “বর্তমান সরকার রাজ্যের সার্বিক উন্নয়নের পাশাপাশি ধর্মনগর শহরের উন্নতিতেও বিশেষ গুরুত্ব দিচ্ছে। আগামী দিনে শহরকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একাধিক পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।” তিনি শহরবাসীকে উৎসবের শুভেচ্ছা জানিয়ে শান্তি ও সমৃদ্ধির কামনা করেন।
এই উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, পূজা কমিটির সদস্য এবং বিপুল সংখ্যক ভক্ত উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রীর এই উদ্যোগ ধর্মনগরবাসীর মধ্যে উৎসাহ ও উদ্দীপনার সঞ্চার করেছে।


