নিউজ ডেস্ক || ত্রিপুরার ধলাই জেলায় আমবাসা টাউন হলে আজ সোমবার ৭২তম অখিল ভারত সমবায় সপ্তাহ ২০২৫-এর জেলা ভিত্তিক মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পর্যটন, স্বাস্থ্য, সবুজ শক্তি, প্ল্যাটফর্ম কো-অপারেটিভ, কিচেন কো-অপারেটিভসহ সম্ভাব্য নতুন ক্ষেত্রে সমবায়ের সম্প্রসারণ নিয়ে বিস্তারিত আলোচনা হয় সভায়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন ও মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধলাই জেলা পরিষদের সভাধিপতি সুস্মিতা দাস। এছাড়া উপস্থিত ছিলেন সমবায় দপ্তরের জয়েন্ট রেজিস্ট্রার যোগেশ রিয়াং, ধলাই জেলার অতিরিক্ত জেলাশাসক পার্থ দাস, TSCB ltd. সিনিয়র ম্যানেজার তপন দেববর্মা, কমলপুর PMCS ltd. চেয়ারম্যান অসীম পাল এবং ৭২তম সমবায় সপ্তাহ ধলাই জেলা কমিটির কনভেনার তথা ডিআরসিএস-এর ইনচার্জ বিকে রায়-সহ সমবায় আন্দোলনের সঙ্গে যুক্ত কর্মকর্তা ও সদস্যরা।
অনুষ্ঠানে তিনটি সমবায় সমিতির সদস্যদের হাতে মাইক্রো এটিএম হস্তান্তর করা হয়। একইসঙ্গে তিনটি নতুন সমবায় সমিতির রেজিস্ট্রেশন সার্টিফিকেট তুলে দেওয়া হয় সংশ্লিষ্ট সমিতির প্রতিনিধিদের হাতে। বসে আঁকো প্রতিযোগিতা ও কুইজ প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয় মঞ্চে।
ধলাই জেলায় সমবায় আন্দোলনের নতুন দিগন্ত উন্মোচনের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি ও সেবাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে এই অনুষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেছেন উপস্থিত অতিথিরা। সপ্তাহব্যাপী এই কর্মসূচি জেলার বিভিন্ন প্রান্তে চলে এবং নতুন ক্ষেত্রে সমবায় গঠনের পথ আরও প্রশস্ত করেছে।


