নিউজ ডেস্ক || সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির দ্বাদশ তম পূর্ব আগরতলা অঞ্চল সম্মেলনকে সামনে রেখে সোমবার ধলেশ্বর এলাকায় পথচলতি জনগণের মধ্যে চারা গাছ বিতরণ কর্মসূচি পালন করেন সমিতির নেত্রীরা। এই উদ্যোগের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি সমিতির আসন্ন সম্মেলনের প্রচারও করা হয়।
সমিতির এক নেত্রী জানান, আগামী জানুয়ারি মাসে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির কেন্দ্রীয় কমিটির সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনকে কেন্দ্র করে প্রতিটি রাজ্যে রাজ্য সম্মেলন এবং তার আগে বিভিন্ন অঞ্চল সম্মেলনের আয়োজন করা হচ্ছে। ত্রিপুরা রাজ্যের ১৪৬৮টি প্রাথমিক কমিটির সম্মেলন প্রায় শেষের পথে। এই লক্ষ্যে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জনসংযোগ জোরদার করা হচ্ছে, যার মধ্যে ধলেশ্বরে চারা বিতরণ কর্মসূচি অন্যতম।
তিনি আরও বলেন, “রাজ্যের বিভিন্ন স্থানে গাছ ধ্বংস করা হচ্ছে, যা পরিবেশের জন্য ক্ষতিকর। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় গাছের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমরা এই কর্মসূচির মাধ্যমে মানুষের মধ্যে সচেতনতা ছড়িয়ে দিতে চাই।”
এই উদ্যোগে স্থানীয় মানুষের মধ্যে উৎসাহ লক্ষ্য করা গেছে। নারী সমিতির এই পদক্ষেপ পরিবেশ রক্ষার পাশাপাশি সমাজে সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে।