নিউজ ডেস্ক || নরসিংগড়ের স্টেট ফাউন্ডলিং হোম থেকে একটি তিন বছরের কন্যা শিশু পাচারের গুরুতর অভিযোগ উঠেছে। এই ঘটনায় স্থানীয় বিধায়ক নয়ন সরকারের নেতৃত্বে গণতান্ত্রিক নারী সমিতি মোহনপুর মহকুমা কমিটির একটি প্রতিনিধি দল আজ হোম পরিদর্শন করেন। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি মোহনপুর মহকুমা কমিটিও সরকারের কাছে কঠোর হস্তক্ষেপের আবেদন জানিয়েছে।
বিধায়ক নয়ন সরকার জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানতে পারেন যে হোমের কয়েকজন কর্মী মিলে তিন বছরের একটি কন্যা শিশুকে তার মায়ের অজান্তে অন্যত্র পাঠিয়ে দিয়েছেন। তিনি বলেন, “আমি হোমে গিয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মীদের সঙ্গে কথা বলেছি এবং এই ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে আসল রহস্য উদঘাটনের দাবি জানিয়েছি।”
সূত্রের খবর, শিশুটির মা তাকে হোমে রেখে গিয়েছিলেন। কিন্তু হোমের কয়েকজন কর্মী কোনো রেজিস্ট্রেশন ছাড়াই এবং মাকে না জানিয়ে শিশুটিকে অন্যত্র পাঠিয়ে দেন। এরপর শিশুটির মা সন্তানের খোঁজে বিভিন্ন জায়গায় ঘুরলেও কোনো সহযোগিতা পাননি।
এই ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। গণতান্ত্রিক নারী সমিতি এবং স্থানীয়রা এই পাচারচক্রের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। সরকারের তরফে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি, তবে তদন্তের দাবি ক্রমশ জোরালো হচ্ছে।