নিউজ ডেস্ক || ডিজিটাল যুগে নাগরিকদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিশ্চিত করতে ভারতের সংসদ “ডিজিটাল ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন” (ডিপিডিপি) পাশ করেছে। এটি দেশের প্রথম বিস্তৃত তথ্য সুরক্ষা আইন।
আজ লোকসভার প্রশ্নোত্তর পর্বে ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, “নরেন্দ্র মোদি সরকারের উদ্যোগে এই আইন আনা হয়েছে। এর আগে ভারতীয় নাগরিকদের ব্যক্তিগত তথ্য সুরক্ষার কোনো আইনি ব্যবস্থাই ছিল না।”
মন্ত্রী বলেন, “ডিপিডিপি আইন কার্যকর হলে যে কোনো সংস্থা বা ব্যক্তি ভারতীয় নাগরিকের তথ্য ব্যবহার করলে তার জন্য কঠোর সুরক্ষা ব্যবস্থা থাকবে।” গত ১৩ নভেম্বর এই আইন গেজেটে প্রকাশিত হয়েছে। তিনি আরও জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অ্যাপ ও মডেলও এই আইনের আওতায় আসবে।
এই আইন বিশ্বের জিডিপিআর-এর মতো কঠোর নিয়ম এনে ভারতকে ডিজিটাল অর্থনীতিতে নিরাপদ গন্তব্যে পরিণত করবে। লঙ্ঘনের ক্ষেত্রে বিশ্বব্যাপী টার্নওভারের ৪ শতাংশ পর্যন্ত জরিমানার বিধান রয়েছে।
আইনের নিয়মাবলী চূড়ান্ত হলে দেশের ১৪০ কোটি নাগরিকের তথ্যের অধিকার সুরক্ষিত হবে এবং এশিয়ায় তথ্য নৈতিকতার নতুন মানদণ্ড স্থাপিত হবে।


