নিউজ ডেস্ক || ত্রিপুরার আগরতলার ইন্দ্রনগর থেকে নিখোঁজ হওয়া যুবক শরিফুল হাসানের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ, এবং তা একটি ভয়ঙ্কর হত্যাকাণ্ডের রূপ নিয়েছে। গন্ডাছড়ার নারায়ণপুরে একটি পানের দোকানের আইসক্রিম ফ্রিজ থেকে শরিফুলের দেহ উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, তাকে খুন করে মৃতদেহ একটি বড় ব্যাগে ভরে ফ্রিজে রাখা হয়েছিল।
ঘটনার তদন্তে জানা গেছে, শরিফুলকে তার বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, একটি মেয়েকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এই ঘটনায় পুলিশ ইতিমধ্যে দীবাকর সাহা নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। ধৃত দীবাকরের স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ ওই পানের দোকানে তল্লাশি চালিয়ে শরিফুলের মৃতদেহ উদ্ধার করে।
দীবাকর সাহার বাড়ি গন্ডাছড়ায়, তবে সে আগরতলার যোগেন্দ্রনগরে এক আত্মীয়ের বাড়িতে থাকত। ওই পানের দোকানটি দীবাকরের পরিবারেরই। জানা গেছে, দীবাকরের বাবা একজন শিক্ষক এবং তার বাবা-মা মিলে এই দোকান পরিচালনা করতেন।
এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। পুলিশ ঘটনার আরও তদন্ত করছে এবং হত্যার পেছনের সঠিক কারণ ও অন্য কোনও ব্যক্তির জড়িত থাকার বিষয়ে খতিয়ে দেখছে। স্থানীয়রা এই নৃশংস ঘটনায় শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন।