নিউজ ডেস্ক ।। দেশের পোস্ট গ্র্যাজুয়েট স্তরের চিকিৎসা শিক্ষায় ভর্তির জন্য জাতীয় স্তরের প্রবেশিকা পরীক্ষা নিট পিজি ২০২৫ আগামী ৩ আগস্ট এক শিফটে অনুষ্ঠিত হবে। জাতীয় মেডিকেল সায়েন্স বোর্ড (এনবিইএমএস)-এর সময় পরিবর্তনের আবেদন শুক্রবার সুপ্রিম কোর্টে মঞ্জুর হওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে পরীক্ষাটি ১৫ জুন দুই শিফটে নেওয়ার পরিকল্পনা ছিল। তবে, এই সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার প্রেক্ষিতে গত ৩০ মে সুপ্রিম কোর্ট এনবিইএমএস-কে এক শিফটে পরীক্ষা নেওয়ার নির্দেশ দেয়।
বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র এবং এ জি মাসিহের বেঞ্চ শুক্রবার এনবিইএমএস-এর সময় বাড়ানোর আবেদন মঞ্জুর করে, পরীক্ষা ৩ আগস্টের মধ্যে সম্পন্ন করার অনুমতি দেয়। আদালত এনবিইএমএস-এর যুক্তি, যে দেশে পর্যাপ্ত পরীক্ষা কেন্দ্রের অভাবে এক শিফটে পরীক্ষা নেওয়া সম্ভব নয়, তা প্রত্যাখ্যান করে। বিচারপতিরা বলেন, “এত বড় দেশে, যেখানে প্রযুক্তিগত অগ্রগতি এত বেশি, সেখানে এক শিফটে পরীক্ষার জন্য পর্যাপ্ত কেন্দ্র নেই, এটা মেনে নেওয়া যায় না।”
শুনানির সময় বিচারপতি মিশ্র প্রশ্ন তোলেন, “৩ আগস্ট পর্যন্ত সময় কেন?” বিচারপতি মাসিহ বলেন, “৩০ মে আদেশের পর থেকে কী পদক্ষেপ নেওয়া হয়েছে? এটা স্পষ্ট বিলম্ব।” এনবিইএমএস আইনজীবীরা জানান, টাটা কনসালটেন্সি সার্ভিসেস (টিসিএস) জানিয়েছে, প্রযুক্তিগত ও অবকাঠামোগত প্রস্তুতির জন্য ৩ আগস্টের আগে পরীক্ষা নেওয়া সম্ভব নয়।
সুপ্রিম কোর্ট এনবিইএমএস-কে ভবিষ্যতে প্রয়োজনে সময় বাড়ানোর জন্য আবার আদালতের দ্বারস্থ হওয়ার সুযোগ দিয়েছে। এই সিদ্ধান্তে নিট পিজি ২০২৫-এর প্রস্তুতি নিচ্ছেন লক্ষাধিক শিক্ষার্থীর মধ্যে স্বস্তি ফিরেছে। এক শিফটে পরীক্ষা নিশ্চিত করায় তারা এখন সমান সুযোগে প্রতিযোগিতা করার আশ্বাস পেয়েছেন।