নিউজ ডেস্ক || চাকরিপ্রার্থী যুবকরা অতিসত্বর জেল পুলিশের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবিতে জেল পুলিশের আইজির কাছে ডেপুটেশন প্রদান করেছেন। আজ তারা বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি প্রতিনিধি দলের মাধ্যমে তাদের দাবি তুলে ধরেন।
এক চাকরিপ্রার্থী জানিয়েছেন, ২০২২ সালে ২৪৯টি জেল ওয়ার্ডেন পদের জন্য ইন্টারভিউ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। কিন্তু নির্বাচন ঘোষণার কারণে নিয়োগ প্রক্রিয়া হঠাৎ স্থগিত হয়ে যায়। দুই বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও লিখিত পরীক্ষার কোনো বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। গত তিন বছরে প্রায় ২০ বার ডেপুটেশন প্রদান করা সত্ত্বেও কোনো সদুত্তর পাননি তারা। ফলে বাধ্য হয়ে আজ তারা জেল পুলিশের আইজির কাছে পুনরায় ডেপুটেশন দেন।
চাকরিপ্রার্থীরা মুখ্যমন্ত্রীর কাছেও তাদের আবেদন জানিয়েছেন, যাতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হয়। তারা এই দীর্ঘ বিলম্বের জন্য ক্ষোভ প্রকাশ করেছেন এবং অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া শুরু করার দাবি জানিয়েছেন।