নিউজ ডেস্ক || ত্রিপুরার মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা শনিবার আগরতলার মুক্তধারা প্রেক্ষাগৃহে এক অনুষ্ঠানে শিক্ষা ও স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন শূন্য পদে নির্বাচিত ২২২ জন প্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্য সরকারের নিয়োগ প্রক্রিয়া অব্যাহত থাকবে, যার ফলে বেকারত্বের হার উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।
মুখ্যমন্ত্রী জানান, বর্তমান সরকার এ পর্যন্ত ১৯,৪৮৪ জনকে চাকরি প্রদান করেছে। ২০২৩-২৪ সালে জাতীয় বেকারত্বের হার ৩.২ শতাংশ থাকলেও, ত্রিপুরায় এই হার মাত্র ১.৭ শতাংশ, যা রাজ্য সরকারের কর্মসংস্থানমুখী নীতির সাফল্যকে তুলে ধরে।
রাজ্য সরকারের সর্বশেষ তথ্য অনুযায়ী, ত্রিপুরায় বর্তমানে ৩,৩৬,৫৫১ জন নিবন্ধিত চাকরিপ্রার্থী রয়েছেন। জাতীয় ক্যারিয়ার পরিষেবা পোর্টালের তথ্য অনুসারে, এর মধ্যে ২৪৫ জন পিএইচডি ডিগ্রিধারী, ১৮,৯০৫ জন স্নাতকোত্তর ডিগ্রিধারী এবং ১,০০৬ জন ডক্টরেট ডিগ্রিধারী রয়েছেন, যা রাজ্যে দক্ষ কর্মসংস্থানের ক্রমবর্ধমান চাহিদার প্রতিফলন ঘটায়।
এদিনের নিয়োগপত্র বিতরণ অনুষ্ঠানে ১০৭ জনকে লাইব্রেরিয়ান, ১৫ জনকে এলডিসি, ৯৮ জনকে মাল্টি টাস্কিং অপারেটর এবং ২ জনকে গ্রুপ ডি পদে নিয়োগপত্র প্রদান করা হয়। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কর্মসংস্থানের পরিকল্পনার মাধ্যমে রাজ্য সরকার বেকারত্বের পরিসংখ্যান আরও হ্রাস করতে প্রতিশ্রুতিবদ্ধ।