নিউজ ডেস্ক || ত্রিপুরার ঐতিহ্যের প্রতীক ও দেশের একমাত্র জলবেষ্টিত রাজপ্রাসাদ নীরমহল গভীর রাতে দুষ্কৃতিকারীদের কুকীর্তির শিকার হয়েছে। অজ্ঞাতপরিচয় দুষ্কৃতিকারীরা প্রাসাদের মূল ফটকের দরজায় আগুন লাগানোর চেষ্টা করে, যা রাজ্যবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় তুলেছে। যদিও সময়মতো আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে, তবুও এই ঘটনায় ঐতিহাসিক এই স্থাপত্যের ক্ষতি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল ৯টা নাগাদ নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা মূল ফটকের কাছে ধোঁয়া দেখতে পান। গতকাল সন্ধ্যা ৫:৩০টার দিকে তাঁরা কাজ শেষ করে বাড়ি ফিরে গিয়েছিলেন। আজ সকালে এসে তাঁরা দেখেন, নীরমহলের প্রবেশদ্বারে আগুনের দাগ। তড়িঘড়ি আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও দরজার একটি অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার খবর পেয়ে মেলাঘর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিদর্শন শুরু করে এবং প্রাথমিক তদন্তে নামে। তবে, আগুন লাগার সঠিক কারণ এখনও অজানা।
এই ঘটনায় স্থানীয় প্রশাসন ও পুলিশ তৎপর হয়ে উঠেছে। ত্রিপুরার মানুষের গর্বের প্রতীক নীরমহলের উপর এই হামলার তীব্র নিন্দা করেছে স্থানীয়রা। প্রশাসনের তরফে জানানো হয়েছে, দোষীদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনা ত্রিপুরার ঐতিহ্য ও সংস্কৃতির উপর এক গভীর আঘাত হিসেবে বিবেচিত হচ্ছে।