নিউজ ডেস্ক || কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয়ের ‘প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায় মহা অভিযান’-এর আওতায় আজ মুঙ্গিয়াকামি আরডি ব্লকের নুনাছড়া এডিসি ভিলেজের নবজয় রিয়াং পাড়া জে.বি. স্কুলে একটি গুরুত্বপূর্ণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এই অনুষ্ঠানের উদ্বোধন করেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা।
এই প্রকল্পের অধীনে ৫০ আসনবিশিষ্ট বালক ও ৫০ আসনবিশিষ্ট বালিকা ছাত্রাবাস ভবন নির্মাণ করা হবে, যা প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডিসি’র এক্সিকিউটিভ সদস্য কমল কলই, মহকুমা শাসক পরিমল মজুমদার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
মন্ত্রী বিকাশ দেববর্মা তাঁর বক্তব্যে বলেন, “শিক্ষা ছাড়া কোনো সম্প্রদায়ের অগ্রগতি সম্ভব নয়। বর্তমান সরকার পাহাড়ি ও প্রত্যন্ত এলাকার জনগণকে শিক্ষার মূল ধারায় নিয়ে আসতে প্রতিশ্রুতিবদ্ধ। এই ছাত্রাবাস নির্মাণের মাধ্যমে আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি শক্ত ভিত্তি গড়ে তুলতে চাই।”
তিনি আরও জানান, কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কাছে শিক্ষা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই ধরনের একাধিক প্রকল্প গ্রহণ করা হয়েছে। এই ছাত্রাবাস ত্রিপুরার পাহাড়ি জনজাতি সম্প্রদায়ের শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে একটি মাইলফলক হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।