নিউজ ডেস্ক || ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা শনিবার এডি নগর স্কুল মাঠে অরবিন্দ সংঘের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে রাজ্যের ড্রাগ মাফিয়াদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি রাজ্য সরকারের জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করে বলেন, নেশার কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি উদ্বেগ প্রকাশ করে জানান, শুধু ছেলেরাই নয়, এখন মেয়েরাও নেশার কবলে পড়ছে, এবং এই সমস্যা মোকাবিলায় পুলিশকে কঠোর পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে।
মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্যে রাজ্যের পূর্বতন সরকারগুলির সমালোচনা করে বলেন, “একসময় ত্রিপুরায় পাঁচ বছর কংগ্রেস এবং ৩৫ বছর সিপিএম সরকার ক্ষমতায় ছিল। তারা কখনোই জনগণের উন্নয়নের জন্য কাজ করেনি, শুধু নিজেদের রাজনৈতিক স্বার্থে সাধারণ মানুষের ক্ষতি করেছে। তবে বর্তমান সরকার সেই ক্ষতি পূরণের চেষ্টা করছে।”
ত্রিপুরার ভৌগোলিক অবস্থানকে কাজে লাগিয়ে মাদক পাচারকারীরা রাজ্যকে করিডোর হিসেবে ব্যবহার করছে বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। এই সমস্যা মোকাবিলায় গত ২৯ জুলাই ত্রিপুরা পুলিশের অধীনে একটি বিশেষ টাস্ক ফোর্স গঠনের অনুমোদন দিয়েছেন তিনি। এই টাস্ক ফোর্সকে জেলা, রাজ্য এবং আন্তর্জাতিক সীমান্ত জুড়ে নেশা বাণিজ্যের মতো অপরাধমূলক নেটওয়ার্কগুলিকে ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য শিবির, রক্তদান শিবির, বিভিন্ন প্রতিযোগিতা এবং প্রবীণ নাগরিকদের সম্মাননা প্রদানের কার্যক্রমেরও সূচনা করেন। তিনি জানান, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেশামুক্ত ভারত গড়ার কথা বলেছেন। আমরাও নেশামুক্ত ত্রিপুরা গড়তে বদ্ধপরিকর।”
মুখ্যমন্ত্রীর এই ঘোষণা এবং কঠোর পদক্ষেপের নির্দেশ রাজ্যে নেশামুক্ত সমাজ গঠনের প্রতিশ্রুতিকে আরও জোরদার করেছে।