নিজস্ব প্রতিনিধি || সিপাহীজলা জেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার দুপুরে রবীন্দ্রনাথ ঠাকুর মহাবিদ্যালয়ে “নেশা মুক্ত ভারত অভিযান”-এর আওতায় এক সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডিসিএম সৌমেন দেবনাথ এবং সিপাহীজলা জেলা সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের আধিকারিক উত্তম কুমার দাস। আরও উপস্থিত ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল এবং অন্যান্য শিক্ষক-শিক্ষিকা।
আলোচনা সভায় শিক্ষার্থীদের মধ্যে নেশামুক্ত ভারতের গুরুত্ব, কুইজ প্রতিযোগিতার মাধ্যমে নেশা সংক্রান্ত তথ্য শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা নেওয়া হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় অতিথিদের মাধ্যমে।
ডিসিএম সৌমেন দেবনাথ তাঁর বক্তব্যে বলেন, “ছাত্রজীবন থেকেই নেশার প্রতি আসক্ত হওয়া প্রতিরোধ করা এবং সঠিক পথে চলা ছাত্র-ছাত্রীদের কর্তব্য। সরকার নেশামুক্ত ভারত গড়ার লক্ষ্যে অগ্রসর হচ্ছে এবং ছাত্রসমাজের সক্রিয় ভূমিকা এই প্রচেষ্টাকে সফল করে তুলবে।”
এই উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়ানোর একটি উল্লেখযোগ্য পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।