ত্রিপুরা হাইকোর্টে নতুন প্রধান বিচারপতি: শপথ নিলেন বিচারপতি মামিদানা সত্যরত্ন শ্রী রামচন্দ্র রাও
নিউজ ডেস্ক || ত্রিপুরা উচ্চ আদালতের প্রধান বিচারপতি হিসেবে আজ শপথ গ্রহণ করলেন বিচারপতি মামিদানা সত্যরত্ন শ্রী রামচন্দ্র রাও। আজ সকাল ১০টায় রাজভবনের দরবার হলে রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নাল্লু তাঁকে শপথবাক্য পাঠ করান।
এর আগে বিচারপতি রাও ঝাড়খন্ড উচ্চ আদালতে বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাঁর এই নিয়োগ ত্রিপুরার বিচার ব্যবস্থায় নতুন গতি সঞ্চার করবে বলে আশা করা হচ্ছে। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা, পর্যটন ও পরিবহণ মন্ত্রী সুশান্ত চৌধুরী, কৃষি ও বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ সহ রাজ্যের অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।