নিউজ ডেস্ক || আজ মুক্তধারা অডিটোরিয়ামে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকী উপলক্ষে এক শ্রদ্ধাঞ্জলি সভার আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা পণ্ডিত দীনদয়ালের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, “পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় ছিলেন একজন দূরদর্শী রাজনীতিবিদ এবং প্রকৃত দেশপ্রেমিক। তিনি সর্বদা ভারতের সংস্কৃতি, ঐতিহ্য এবং উন্নয়নের ওপর গুরুত্ব আরোপ করেছেন। তাঁর নির্দেশিত পথে দেশ ও রাজ্য এগিয়ে চলেছে।” তিনি আরও জোর দিয়ে বলেন, “পণ্ডিতজি সবসময় বলতেন, সততা আমাদের নীতি হওয়া উচিত। এই মূল্যবোধ আমাদের পথপ্রদর্শক হিসেবে কাজ করবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, পশ্চিম ত্রিপুরার ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল, তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব পি কে চক্রবর্তী, রাজ্যভিত্তিক সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী, তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য সহ অন্যান্য জনপ্রতিনিধি ও আধিকারিকগণ।
এই অনুষ্ঠানে পণ্ডিত দীনদয়ালের আদর্শ ও দর্শনের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি তাঁর অবদানকে স্মরণ করা হয়, যা ত্রিপুরার উন্নয়ন ও সাংস্কৃতিক সমৃদ্ধির পথে প্রেরণা যোগায়।