আজ প্রদেশ বিজেপি কার্যালয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী। বিজেপি সদর দপ্তরে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে তাঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য সহ দলের শীর্ষ নেতৃত্ব ও কর্মীরা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজীব ভট্টাচার্য পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জীবনদর্শন ও অবদানের কথা স্মরণ করেন। তিনি বলেন, “পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় ছিলেন এক অনন্য রাজনৈতিক ব্যক্তিত্ব। তাঁর অখণ্ড মানবতাবাদের দর্শন আজও ভারতীয় রাজনীতির দিকনির্দেশক।” তিনি আরও উল্লেখ করেন যে, ১৯১৬ সালের ২৫ সেপ্টেম্বর উত্তর প্রদেশের মথুরা জেলার নাগলাচন্দ্রবন গ্রামে জন্মগ্রহণ করেছিলেন এই মহান নেতা। তিনি ছিলেন ভারতীয় জনসংঘের প্রথম সারির নেতা এবং ভারতীয় জনতা পার্টির আদর্শিক অগ্রদূত।
প্রদেশ বিজেপির পক্ষ থেকে জানানো হয়, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের দর্শন ও জীবনাচরণ আগামী প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। অনুষ্ঠানে দলের নেতৃত্ব তাঁর স্বপ্ন ও আদর্শ বাস্তবায়নের দৃঢ় সংকল্প গ্রহণ করেন।
এই অনুষ্ঠানের মাধ্যমে বিজেপি নেতৃত্ব পণ্ডিত দীনদয়ালের অখণ্ড মানবতাবাদের দর্শনকে আরও জনপ্রিয় করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।


