নিজস্ব প্রতিনিধি || পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামীর অকাল প্রয়াণে রাজ্যে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা গভীর শোকপ্রকাশ করেছেন।
মুখ্যমন্ত্রী এক শোকবার্তায় বলেন, “পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামীর অকাল প্রয়াণে আমি অত্যন্ত শোকাহত ও মর্মাহত। তাঁর প্রয়াণে রাজ্য এক দক্ষ সংগঠক ও প্রশাসককে হারাল।”
তিনি আরও বলেন, বলাই গোস্বামী পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের কাজের মাধ্যমে উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর অভিজ্ঞতা, নেতৃত্বগুণ এবং নিষ্ঠার অভাব পূরণ করা সহজ হবে না।
মুখ্যমন্ত্রী ঈশ্বরের কাছে প্রয়াত বলাই গোস্বামীর আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
উল্লেখ্য, বলাই গোস্বামী দীর্ঘদিন ধরে ত্রিপুরার সামাজিক ও প্রশাসনিক ক্ষেত্রে অবদান রেখে গেছেন। তাঁর প্রয়াণে রাজনৈতিক ও সামাজিক মহলে নেমে এসেছে গভীর শোক।