নিউজ ডেস্ক || জম্মু কাশ্মীরের পহেলগাঁও-এ পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে শহরের রাজপথে মৌন মিছিল বের করে সদর জেলা কংগ্রেস। গত ২২ এপ্রিল পহেলগামে ভয়াবহ জঙ্গি হামলায় ২৬ জন নিরীহ পর্যটক নিহত এবং বহু মানুষ গুরুতর আহত হয়েছেন। এই ঘটনার প্রতিবাদে এবং নিহতদের স্মরণে আজ কংগ্রেসের তরফ থেকে এই মিছিলের আয়োজন করা হয়।
মিছিল শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেসের এক নেতা বলেন, “এই নৃশংস হামলায় গোটা দেশ শোকাহত। আমরা নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই মৌন মিছিল বের করেছি এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছি।” তিনি আরও অভিযোগ করেন, এই শোকের মুহূর্তেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নীরব রয়েছেন এবং বিহারে নির্বাচনী প্রচারে ব্যস্ত। তিনি বলেন, “দেশ যখন শোকাচ্ছন্ন, তখন প্রধানমন্ত্রীর এই নির্বাচনী প্রচারে যাওয়া দায়িত্বজ্ঞানহীন আচরণ।”
সর্বভারতীয় কংগ্রেস এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিকভাবে সরব হওয়ার কথা জানিয়েছে। প্রধানমন্ত্রীর বিহার সফর নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠেছে। কংগ্রেস নেতা স্পষ্ট করেন, “আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং কেন্দ্রীয় সরকারের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ জারি থাকবে।”
এই মিছিলে কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা অংশ নেন এবং শান্তিপূর্ণভাবে তাঁদের প্রতিবাদ জানান।