নিউজ ডেস্ক || ত্রিপুরায় প্রাক-প্রাথমিক শিক্ষাক্ষেত্রে সৃষ্টিশীল উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীর সংখ্যা বেড়ে ৩৩৫২ থেকে ১২,২৫৩-এ পৌঁছেছে। শিক্ষার্থীদের জন্য শ্রেণীকক্ষগুলোকে ‘BALA’ (Building as Learning Aid) প্রকল্পের সাহায্যে নান্দনিকভাবে সাজানো হয়েছে। প্রাক-প্রাথমিক স্তরে ‘এক্টিভিটি বেসড’ শিক্ষাদানের ব্যবস্থা গ্রহণ করায় শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতির হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
বিধানসভায় মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী ডঃ সাহা জানিয়েছেন, রাজ্যে গুণগত শিক্ষার উন্নয়নের জন্য টিচার্স রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে টেট পরীক্ষার ভিত্তিতে শিক্ষক নিয়োগ করা হয়েছে। বিগত পাঁচ অর্থবছরে মোট ৪,৬৫৬ জন শিক্ষক নিয়োগ করা হয়েছে, যার মধ্যে ৩,৬১৫ জন স্নাতক এবং ১,০৪১ জন অস্নাতক শিক্ষক। এই পদক্ষেপের ফলে রাজ্যে বুনিয়াদী শিক্ষা অধিকারের আওতায় শিক্ষার মান এক নতুন উচ্চতায় পৌঁছেছে।