নিউজ ডেস্ক || দীর্ঘদিনের পানীয় জলের সংকটকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল থেকে উত্তপ্ত হয়ে উঠেছে আগরতলা-বামুটিয়া সড়ক। এলাকাবাসীরা রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করেন এবং সড়ক অবরোধ করেন, ফলে কিছুক্ষণের জন্য ওই পথে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।
অবরোধকারীদের অভিযোগ, প্রায় ছয় মাস ধরে তারা পানীয় জলের সরবরাহ একেবারেই পাচ্ছেন না। গত দুই বছর ধরে এলাকায় জল সমস্যার তীব্রতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। বারবার সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ জানানো সত্ত্বেও প্রশাসনের তরফে কোনও স্থায়ী সমাধানের পদক্ষেপ নেওয়া হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
তারা আরও জানান, প্রতিদিন জল কিনে এনে ব্যবহার করতে হচ্ছে, যা সাধারণ মানুষের পক্ষে অসম্ভব। অবিলম্বে এলাকায় নিয়মিত পানীয় জলের ব্যবস্থা না করা হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা।
খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা শুরু করেন। প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হয়েছে, তবে স্থায়ী সমাধান না হলে ফের আন্দোলনের সম্ভাবনা রয়েছে।


