নিউজ ডেস্ক || সাব্রুমের পোয়াংবাড়িতে দীর্ঘদিনের পানীয় জলের সংকটের প্রতিবাদে সোমবার সকালে রাস্তায় নেমে আসেন এলাকার প্রমীলা বাহিনী। তাঁদের রাস্তা অবরোধের ফলে যান চলাচল সম্পূর্ণ স্তব্ধ হয়ে পড়ে, যার ফলে সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হন।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় পানীয় জল সরবরাহ বন্ধ। একাধিকবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও সমস্যার সমাধান হয়নি।
অবশেষে সোমবার সকালে প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে অবরোধকারীদের সঙ্গে আলোচনা করেন এবং দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন। প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা।