নিজস্ব প্রতিনিধি || গত ছয় মাস ধরে পানীয় জল সরবরাহ বন্ধ থাকায় চরম সংকটের মধ্যে দিন কাটাচ্ছেন পুনর্বাসনপ্রাপ্ত রিয়াং শরনার্থীরা। পাহাড়ি এলাকায় জল ও বিদ্যুতের অভাবে জীবন অতিষ্ট হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে আজ অমরপুর-গন্ডাছড়া সড়কের পশ্চিম কালাঝারি এলাকায় সড়ক অবরোধ করে প্রতিবাদ জানালেন শরনার্থীরা। তাঁদের অভিযোগ, ছয় মাস ধরে গাড়ি করে জল সরবরাহ বন্ধ রয়েছে। বিদ্যুৎ পরিষেবাও অত্যন্ত নিম্নমানের। দিনভর লোডশেডিং চলায় বিদ্যুতের সুবিধা প্রায় নেই বললেই চলে।
এই সংকটের বিষয়ে একাধিকবার প্রশাসনের কাছে আবেদন করেও কোনো সুরাহা হয়নি বলে দাবি করেন তাঁরা। আজ তাই বাধ্য হয়ে অবরোধে সামিল হন তাঁরা। তাঁদের দাবি, অতিসত্বর পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবার সমস্যার সমাধান করতে হবে। অবরোধের কারণে যানচলাচল সম্পূর্ণ স্তব্ধ হয়ে পড়ে। যাত্রীদের চরম দুর্ভোগের মুখে পড়তে হয়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকরা। তাঁরা অবরোধকারীদের সাথে আলোচনায় বসেন এবং সমস্যা সমাধানের আশ্বাস দেন। তাঁদের আশ্বাসের ভিত্তিতে অবরোধ প্রত্যাহার করেন রিয়াং শরনার্থীরা। দ্রুত সমস্যার সমাধান হবে বলে প্রশাসন আশ্বস্ত করেছে।