নিউজ ডেস্ক || দীর্ঘদিন ধরে পানীয় জল, বেহাল রাস্তা এবং বিদ্যুৎ পরিষেবার অভাবে কষ্টে দিন কাটাচ্ছিলেন সাব্রুম মহকুমার পশ্চিম জলেফা গ্রাম পঞ্চায়েতের হাই স্কুল পাড়ার বাসিন্দারা। একাধিকবার পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সনের কাছে সমস্যার কথা জানিয়েও কোনো সমাধান না পাওয়ায় অবশেষে আজ ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। পানীয় জল, রাস্তা সংস্কার এবং বিদ্যুৎ পরিষেবার দাবিতে আগরতলা-সাব্রুম ৮ নং জাতীয় সড়কের জলেফা এলাকায় সড়ক অবরোধে বসেন তাঁরা।
এই অবরোধের জেরে সড়কে যানচলাচল সম্পূর্ণ স্তব্ধ হয়ে পড়ে। ফলে নিত্যযাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। বাস, অটো সহ বিভিন্ন যানবাহন আটকে পড়ায় যাত্রীরা ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। তাঁরা অবরোধকারীদের সঙ্গে আলোচনায় বসেন এবং দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন। প্রশাসনের এই আশ্বাসের ভিত্তিতে অবরোধ তুলে নেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় পানীয় জলের তীব্র সংকট চলছে। রাস্তার বেহাল দশা ও বিদ্যুৎ পরিষেবার অনিয়মিত সরবরাহ জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে। তাঁরা জানান, “আমরা বারবার জানিয়েছি, কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বাধ্য হয়ে রাস্তায় নামতে হল।” প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, সমস্যা সমাধানে জরুরি ভিত্তিতে কাজ শুরু করা হবে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ালেও প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।