নিউজ ডেস্ক || আগরতলার ব্যস্ততম পুরনো মোটরস্ট্যান্ড এলাকার ভাঙাচোরা রাস্তার সংস্কারকাজের অগ্রগতি পর্যবেক্ষণ করতে রবিবার সকালে আকস্মিক পরিদর্শনে যান আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। তাঁর সঙ্গে ছিলেন স্মার্ট সিটি প্রকল্পের সিইও ডাঃ শৈলেশ কুমার যাদব। দীর্ঘদিন ধরে এই গুরুত্বপূর্ণ সড়কটি জরাজীর্ণ অবস্থায় থাকায় পথচারী, স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে তীব্র অসন্তোষ ছিল। সংস্কারকাজ শুরু হলেও একপাশের রাস্তা বন্ধ থাকায় সমস্যা আরও বেড়েছিল।
পরিদর্শনের সময় মেয়র জানান, সংস্কারের প্রাথমিক কাজ অনেকটাই এগিয়েছে এবং রবিবার থেকেই বন্ধ থাকা রাস্তাটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে। এতে সাধারণ মানুষের চলাচলে স্বস্তি ফিরবে বলে তিনি আশাবাদী। তবে লক্ষ্মী পূজার পর থেকে এই রাস্তার স্থায়ী সংস্কারের কাজ শুরু হবে, যাতে ভবিষ্যতে আর কোনও ভোগান্তি না হয়।
এদিন মেয়র আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেন। রাস্তার পাশের ফুটপাতে ব্যবসা করে জীবিকা নির্বাহকারী ২২ জন ক্ষুদ্র ব্যবসায়ীর পুনর্বাসনের ব্যবস্থা করবে পুর নিগম। তিনি বলেন, “আমরা চাই শহর সুন্দর ও প্রশস্ত হোক, কিন্তু ফুটপাতের ব্যবসায়ীদের জীবিকাও যেন ব্যাহত না হয়।”
এই আকস্মিক পরিদর্শন ও ঘোষণা স্থানীয়দের মধ্যে আশার সঞ্চার করেছে। তারা আশাবাদী যে, নির্ধারিত সময়ে কাজ শেষ হলে দুর্গাপুজোর পর থেকে নতুন রূপে দেখা যাবে পুরনো মোটরস্ট্যান্ডের এই ব্যস্ত সড়কটি।