নিউজ ডেস্ক || রাজ্যের পরিকাঠামোগত উন্নয়নের জন্য সরকারের বিভিন্ন প্রকল্পের সফল বাস্তবায়ন নির্ভর করছে দক্ষ প্রকৌশলীদের কর্মদক্ষতার উপর। শনিবার আগরতলার নেতাজি চৌমুহনীতে পূর্ত দপ্তরের কনফারেন্স হলে ইন্ডিয়ান বিল্ডিং কংগ্রেস ত্রিপুরা সেন্টারের ১৯তম বার্ষিক সাধারণ সভায় এ কথা বলেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী।
মন্ত্রী তাঁর বক্তব্যে জানান, “রাজ্যের সার্বিক অগ্রগতিতে প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁদের নিষ্ঠা ও দক্ষতার মাধ্যমে সরকারের পরিকল্পিত প্রকল্পগুলি সফলভাবে রূপায়ণ করা সম্ভব। এই কাজের মাধ্যমেই ত্রিপুরাকে উন্নয়নের সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে হবে।”
অনুষ্ঠানটির আয়োজন করে ইন্ডিয়ান বিল্ডিং কংগ্রেস ত্রিপুরা সেন্টার, যেখানে রাজ্য সরকারের পূর্ত দপ্তর, গ্রামোন্নয়ন দপ্তর এবং নগরোন্নয়ন দপ্তরের সহযোগিতা ছিল। সভায় উপস্থিত প্রকৌশলীদের উদ্দেশে মন্ত্রী আশা প্রকাশ করেন যে, তাঁরা আগামী দিনে সরকারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে উন্নয়নের কাজে অগ্রণী ভূমিকা পালন করবেন।
তিনি ইন্ডিয়ান বিল্ডিং কংগ্রেসের সার্বিক সাফল্য কামনা করে বলেন, “সরকার আগামী দিনেও তাদের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে।” এই সভা রাজ্যের উন্নয়নের পথে প্রকৌশলীদের গুরুত্বপূর্ণ ভূমিকাকে আরও একবার তুলে ধরল।