নিউজ ডেস্ক || আজ ত্রিপুরার বিখ্যাত মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের নবরূপে উদ্বোধন উপলক্ষে রাজ্যে পদার্পণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মন্দিরে পৌঁছে তিনি মা ত্রিপুরেশ্বরীর কাছে ১০৮টি পদ্ম ফুলের মালা, সিল্কের শাড়ি, উদয়পুরের বিখ্যাত পেঁড়া এবং নানারকম ফল নিবেদন করে পুজো দেন। নিজের নাম ও গোত্র উল্লেখ করে তিনি দেশবাসীর মঙ্গল কামনা করেন।
মন্দিরের প্রধান পুরোহিত চন্দন চক্রবর্তী মন্ত্র উচ্চারণের মাধ্যমে প্রধানমন্ত্রীকে পুজো করান। এর আগে মন্দিরের পক্ষ থেকে নামাবলি দিয়ে তাঁকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়। পুজো শেষে প্রধানমন্ত্রী মন্দির প্রাঙ্গণে অবস্থিত শিব মন্দিরে প্রদক্ষিণ করে পুজো অর্চনা করেন।
এই আধ্যাত্মিক পরিবেশে প্রধানমন্ত্রীর এই পুজো এবং মন্দিরের নতুন রূপের উদ্বোধন ত্রিপুরার জনগণের মধ্যে বিশেষ উৎসাহ সৃষ্টি করেছে।