নিউজ ডেস্ক || ত্রিপুরার অধ্যক্ষ ও বিজেপি বিধায়ক বিশ্ববন্ধু সেনের মরদেহ আজ দুপুরে আগরতলা বিমানবন্দরে পৌঁছেছে। মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ বিভিন্ন রাজনৈতিক নেতা-কর্মীরা তাঁকে শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন।
মরদেহটি প্রথমে বিধানসভা ভবনে নিয়ে যাওয়া হবে, যেখানে মন্ত্রী, বিধায়ক ও কর্মীরা শেষ শ্রদ্ধা নিবেদন করবেন। তারপর বিজেপি কার্যালয়ে নিয়ে যাওয়া হবে। অবশেষে, ধর্মনগরে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে।
প্রসঙ্গত, গত ৮ আগস্ট আগরতলা থেকে ধর্মনগর যাওয়ার পথে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা গুরুতর হওয়ায় বেঙ্গালুরুর অ্যাস্টার সিএমআই হাসপাতালে স্থানান্তরিত করা হয়। হাসপাতাল সূত্রে জানানো হয়েছিল যে, তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন, কিন্তু গতকাল রাত ৩টা ৩০ মিনিটে তাঁর মৃত্যু হয়।
এই ঘটনা ত্রিপুরার রাজনৈতিক মহলে শোকের ছায়া ফেলেছে। বিশ্ববন্ধু সেনের অবদান রাজ্যের উন্নয়নে উল্লেখযোগ্য ছিল। আগামী দিনে তাঁর শূন্যস্থান পূরণ করা চ্যালেঞ্জিং হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।


