নিউজ ডেস্ক || প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ত্রিপুরার উদয়পুরে মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের প্রসাদ প্রকল্পের আওতায় নবনির্মিত পরিকাঠামো ও সৌন্দর্য্যায়নের উদ্বোধন করেন। এই উপলক্ষে তিনি দেশবাসীর কল্যাণ কামনা করে মায়ের কাছে পূজা অর্পণ করেন। মন্দিরের নতুন পরিকাঠামো নির্মাণে মোট ৫২.৪ কোটি টাকা ব্যয় হয়েছে, যার মধ্যে রাজ্য সরকার ১৭ কোটি টাকা বহন করেছে।
প্রধানমন্ত্রী আজ সকালে এমবিবি বিমানবন্দরে পৌঁছালে তাঁকে স্বাগত জানান আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, মুখ্যসচিব, পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক ডা. বিশাল কুমার, পুলিশের মহানির্দেশক সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা। এরপর তিনি হেলিকপ্টারে পালাটানা ওটিপিসির উদ্দেশ্যে রওনা হন, যেখানে মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা এবং রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু তাঁকে স্বাগত জানান। সেখান থেকে প্রধানমন্ত্রী মন্দিরে পৌঁছে পূজা দেন এবং প্রসাদ প্রকল্পের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী, সাংসদ বিপ্লব কুমার দেব, মন্ত্রী সুশান্ত চৌধুরী, রাজ্যপালসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। পূজা ও উদ্বোধনের পর প্রধানমন্ত্রী ভারতীয় বায়ুসেনার বিশেষ বিমানে দিল্লির উদ্দেশ্যে রওনা হন।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে মন্দির প্রাঙ্গণ থেকে উদয়পুর শহরজুড়ে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। ব্রম্মা বাড়ি থেকে মন্দির পর্যন্ত সাধারণ যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। গোটা এলাকা নতুন রূপে সজ্জিত করা হয়েছে, যা স্থানীয়দের মধ্যে উৎসাহ ও গর্বের সঞ্চার করেছে।
এই প্রকল্প ত্রিপুরার ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করবে বলে আশা করা হচ্ছে।


