নিউজ ডেস্ক || আজ সারা দেশের সঙ্গে ত্রিপুরায়ও প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন রাজীব গান্ধীর ৮১তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। এই উপলক্ষে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে রাজ্যের বিভিন্ন জেলা, ব্লক এবং প্রদেশ কংগ্রেস ভবনে নানা কর্মসূচি পালন করা হয়।
দিনের শুরুতে কংগ্রেস ভবনের সামনে পতাকা উত্তোলন করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। এরপর তিনি সহ দলীয় নেতৃবৃন্দ রাজীব গান্ধীর মূর্তিতে পুষ্পার্ঘ অর্পণ করেন। পরবর্তীতে গান্ধীঘাটের শহীদ বেদীতেও পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন, গোপাল চন্দ্র রায় সহ অন্যান্য কংগ্রেস নেতৃবৃন্দ।
এই দিনটিকে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ‘সৎ ভাবনা দিবস’ হিসেবেও পালন করেছে। প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বলেন, “আজকের এই দিনটি আমরা জাতীয় সংহতির প্রতীক হিসেবে পালন করছি। রাজীব গান্ধী ছিলেন দেশের নবীনতম প্রধানমন্ত্রী। তাঁর হাত ধরেই দেশে প্রযুক্তি ও বিজ্ঞানের প্রবেশ ঘটেছিল। পঞ্চায়েতী রাজ ব্যবস্থা চালু করে তিনি গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করেছিলেন, যা ছিল অতুলনীয়।”
তিনি আরও বলেন, “রাজীব গান্ধীর নেতৃত্বে দেশ উন্নয়নের পথে এগিয়ে গেলেও বর্তমান বিজেপি সরকার গণতন্ত্রকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে।” এই দিনে কংগ্রেস নেতৃবৃন্দ রাজীব গান্ধীর আদর্শ ও ত্যাগের কথা স্মরণ করে তাঁর পথ অনুসরণ করে দেশের উন্নয়ন ও জাতীয় সংহতির প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।