নিউজ ডেস্ক || ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বিশিষ্ট কংগ্রেস নেতা সুধীর রঞ্জন মজুমদারের ৮৬তম জন্মবার্ষিকী রবিবার আগরতলার প্রদেশ কংগ্রেস কার্যালয়ে শ্রদ্ধার সঙ্গে পালন করা হয়। এই উপলক্ষে প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে তাঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, সদর জেলা কংগ্রেস সভাপতি তন্ময় রায় সহ কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দ।
১৯৩৯ সালের ১৮ মে জন্মগ্রহণকারী সুধীর রঞ্জন মজুমদার ১৯৮৮ সালে ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। রাজনীতিতে প্রবেশের পূর্বে তিনি একজন প্রখ্যাত শিক্ষাবিদ হিসেবে শিক্ষকতা করেছেন। ভারতীয় জাতীয় কংগ্রেসের সদস্য হিসেবে তিনি রাজ্যসভার সদস্যও নির্বাচিত হন। মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর শাসনকালে বয়সোত্তীর্ণ বেকারদের চাকরি প্রদান, সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজ রাজ্যবাসীর মনে গভীর ছাপ রেখেছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সুধীর রঞ্জন মজুমদার ছিলেন একজন সৎ, নিরহংকার এবং জনগণের প্রতি দায়বদ্ধ রাজনৈতিক নেতা। তাঁর আদর্শ ও কাজ আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে। এই অনুষ্ঠানে কংগ্রেস নেতারা তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁর পথ অনুসরণের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।