নিউজ ডেস্ক || ফিল্মি দৃশ্যকল্পকেও হার মানায় এমন এক চাঞ্চল্যকর সড়ক দুর্ঘটনার সাক্ষী হল ঊনকোটি জেলার ফটিকরায়ের রাজনগর এলাকা। সোমবার (৪ আগস্ট, ২০২৫) দুপুর প্রায় ১২টা নাগাদ রাজনগর এলাকা দিয়ে ছুটে চলা একটি দ্রুতগতির গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে।
জানা গেছে, টিআর০৫৪০৭৩ নম্বরের গাড়িটি এনএইচআইডিসিএল-এর অধীনস্থ। গাড়িতে চালকসহ আরেকজন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় দু’জনই অল্পবিস্তর আহত হয়েছেন, তবে সৌভাগ্যবশত কোনো প্রাণহানি ঘটেনি। আহতদের মধ্যে একজন মিন্টু নাথ (২৪), কাঞ্চনপুর ডাইনছড়ার বাসিন্দা, এবং অপরজন সিদ্ধার্থ কর্মকার। তাদের দ্রুত ফটিকরায় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে প্রাথমিক চিকিৎসার জন্য।
দুর্ঘটনার তীব্রতায় রাস্তার পাশের বিদ্যুৎ খুঁটি ও ১৩৩ কেভি হাই ভোল্টেজ লাইনে ক্ষতি হয়, ফলে এলাকায় বিদ্যুৎ সরবরাহে সাময়িক বিঘ্ন ঘটে। স্থানীয় বিদ্যুৎ বিভাগ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার কাজ শুরু করে।
গাড়ির মালিক অরিজিৎ নাথ, কাঞ্চনপুরের লালজুরী জয়শ্রী এলাকার বাসিন্দা। তিনি এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাননি। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতি ও রাস্তার বাঁকে নিয়ন্ত্রণ হারানোই এই দুর্ঘটনার কারণ। ফটিকরায় থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, রাজনগর এলাকায় দ্রুতগতির যানবাহনের চলাচল বেড়েছে, কিন্তু ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রায় নেই বললেই চলে। এই দুর্ঘটনা রাজ্যজুড়ে সড়ক নিরাপত্তা ও যান চলাচলের নজরদারির প্রয়োজনীয়তা ফের সামনে এনেছে। স্থানীয়রা মনে করছেন, প্রশাসন যদি এ বিষয়ে কঠোর পদক্ষেপ না নেয়, তাহলে ভবিষ্যতে আরও বড় বিপর্যয়ের আশঙ্কা রয়েছে।


