নিউজ ডেস্ক || থাইল্যান্ডের ফুকেট থেকে ভারতের রাজধানী নয়াদিল্লির উদ্দেশে রওনা হওয়া এয়ার ইন্ডিয়ার একটি বিমান (ফ্লাইট এআই ৩৭৯) শুক্রবার বোমার হুমকির কারণে জরুরি অবতরণ করতে বাধ্য হয়। থাইল্যান্ডের বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানে থাকা ১৫৬ জন যাত্রীকে নিরাপদে নামিয়ে আনা হয়েছে এবং কেউ আহত হননি।
বিমানটি স্থানীয় সময় সকাল ৯টা ৩০ মিনিটে ফুকেট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পর আন্দামান সাগরের উপর দিয়ে একটি বড় চক্কর দেয়। ফ্লাইটরাডার ২৪-এর তথ্য অনুযায়ী, বিমানটি মাঝ আকাশে দীর্ঘ পথ ঘুরে অবশেষে ফুকেটেই ফিরে এসে জরুরি অবতরণ করে। বোমার হুমকির বিষয়ে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি, তবে ঘটনার তদন্ত শুরু হয়েছে।
এই ঘটনার একদিন আগে, বৃহস্পতিবার আহমেদাবাদে আরেকটি এয়ার ইন্ডিয়া ফ্লাইট উড্ডয়নের পরপরই দুর্ঘটনার কবলে পড়ে, যা ইতিমধ্যেই উদ্বেগ বাড়িয়েছে। এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। তবে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি পরিকল্পনা অনুযায়ী সব যাত্রীকে নিরাপদে নামানো হয়েছে।
প্রসঙ্গত, ভারতীয় এয়ারলাইন্স ও বিমানবন্দরগুলোতে গত বছর একাধিক ভুয়া বোমার হুমকির ঘটনা ঘটেছে। সরকারি তথ্য অনুযায়ী, ২০২৩ সালের প্রথম ১০ মাসে প্রায় ১,০০০-র বেশি মিথ্যা হুমকি কল ও বার্তা রেকর্ড করা হয়, যা আগের বছরের তুলনায় ১০ গুণ বেশি। এই ঘটনার পর ফুকেট বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে বলে জানা গেছে।
ঘটনাটি নিয়ে যাত্রী ও কর্তৃপক্ষের মধ্যে উৎকণ্ঠা বিরাজ করলেও, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। তদন্তের ফলাফল প্রকাশের জন্য সবাই অপেক্ষা করছে।