নিজস্ব প্রতিনিধি || আগরতলা পুরনিগম (AMC)-এর বুলডোজার অভিযান চালিয়ে কাথাখাল নদীর পাড় থেকে উচ্ছেদ হওয়া ক্ষুদ্র ব্যবসায়ী ও দোকানদাররা আজ বিকেল ৪টায় সিটি সেন্টারে AMC দফতরের সামনে বিক্ষোভ প্রদর্শনের প্রস্তুতি নিচ্ছেন।
বহু বছর ধরে লেক চৌমুহনী বাজারের নিকটবর্তী এই এলাকা থেকে সবজি, মাছ ও গৃহস্থালির সামগ্রী বিক্রি করে জীবিকা নির্বাহ করছিলেন উচ্ছেদ হওয়া পরিবারগুলি। তবে, AMC কর্তৃপক্ষ কোনো পুনর্বাসনের ব্যবস্থা না করেই আজ ভোর ৩টা থেকে তাদের দোকানপাট গুঁড়িয়ে দেয়।
সিপিআই(এম)-এর প্রবীণ নেতা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, রতন দাস ও অমল চক্রবর্তী ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। ব্যবসায়ীরা জানান, উচ্ছেদের আগে বিকল্প ব্যবস্থা নেওয়ার জন্য মেয়র দীপক মজুমদারের কাছে অনুরোধ করা হলেও কোনো সাড়া মেলেনি।
সিপিআই(এম) নেতারা AMC-এর এই পদক্ষেপের কড়া সমালোচনা করে বলেন, “উচ্ছেদের আগে ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসনের ব্যবস্থা করা উচিত ছিল।” তারা আশ্বাস দেন যে দল ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে এবং বিক্ষোভে তাদের সমর্থন জানাবে।
এদিকে, মেয়র দীপক মজুমদার বলেন, “এমব্যাঙ্কমেন্টের অবৈধ ও স্থায়ী নির্মাণ ভেঙে ফেলা হয়েছে কারণ এই স্থানকে গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করা হবে।”
তবে উচ্ছেদ হওয়া ব্যবসায়ীরা তাদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।